সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কৃষকের সেচ কাজে ব্যবহৃত একরাতে ৭টি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে কৃষকের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলার ভাদাশ ও ওয়াশীন গ্রামের বোরো চাষের মাঠ থেকে সংঘবদ্ধ চোরেরা সেচ মেশিন গুলো চুরি করে নিয়ে যায়।
স্থানীয় কৃষকেরা বলছেন. সেচকাজে ব্যাবহৃত শ্যালো মেশিনগুলো জমিতেই রেখে দেয়া হয় দীর্ঘদিন ধরে। মাঝেমধ্যে পাহারা দিলেও তেমন গুরুত্ব দেয়া না হলেও বুধবার রাতে ৭টি শ্যালো মেশিন চুরি হয়েছে। এসব শ্যালো মেশিনে ওই ২ গ্রামের জমিতে বোরো চাষ শুরু করা হয়েছে এবং চারা রোপণের পুরো প্রস্তুতিও চলছে। এ সময়ে মেশিনগুলো চুরি হয়ে যাওয়ায় কৃষকের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। বোরো মৌসুম শুরু হতে না হতেই তাদের আবারও খরচ গুনতে হবে। এ বিষয়ে তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, এমন চুরির ঘটনায় অভিযোগ পাওয়া যায়নি এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ইতিপূর্বের ঘটনায় শ্যালো মেশিনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।